যাত্রাবাড়ীতে আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- শহীদুল্লাহ গাজী
- ০৪ অক্টোবর ২০২৩, ১৮:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজধানী যাত্রাবাড়ীতে আলোচনা সভা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মৃধাবাড়ি এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শামসুল হক খান স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন আহমেদ রন্টুর সভাপতিত্বে এবং খায়রুজ্জামান রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।
প্রধান আলোচক ছিলেন ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু। প্রধান বক্তা ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান, ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, একে স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান মিন্টু ও যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান খান।
সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সমৃদ্ধ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন, ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরী জীবন, মোবারক মোল্লা, পলাশ ,তাকিশ, রুবেল, বাবু, তনু, সুমন ও রনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা