ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ০৪ অক্টোবর ২০২৩, ১৬:৪১

ঢাকার ধামরাইয়ে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাই প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ছোট ভাই ফারুক হোসেনকে (৪২)।
বুধবার (৪ অক্টোবর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন উপজেলার কাকরান গ্রামের মরহুম আব্দুর রহমান কালার ছেলে।
এ ঘটনায় বড় ভাই ওসমান হোসেন ও তার স্ত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের বড় ভাই ওসমানের সাথে ছোট ভাই ফারুক হোসেনের বাড়ির জায়গা জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে ওসমান ছোট ভাই ফারুকের নামে ধামরাই থানায় জমি বিরোধ নিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু বিরোধ নিরসন হয়নি। নিহত ফারুক হোসেন গোসলে যাওয়ার সময় পেছন দিক থেকে বড় ভাই ধারাল দেশীয় অস্ত্র দিয়ে ফারুককে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে একটি পা আলাদা করে ফেলে। গুরতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা বিষয়টি জানার পর ঘাতক ওসমানকে ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে থানা পুলিশকে জানালে ওসমান ও তার স্ত্রীকে আটক করে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত ওসমান ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা