১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২


ফরিদপুরের বোয়ালমারী ও ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার রাতে ফরিদপুরের বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কাদেরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় এলেম শেখ (৪৫) নামে এক অটো-ভ্যানচালক নিহত হন।

এলেম শেখ পাশের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মরহুম জলিল শেখের ছেলে।

সূত্রে জানা যায়, বোয়ালমারীগামী একটি ট্রাক বিপরীতমুখী অটোভ্যানকে চাপা দেয়। এতে এলেম শেখ ঘটনাস্থলে মারা যান। এ সময় দ্রুতগামী ট্রাকটি পালাতে চেষ্টা করলে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সাথে ট্রাকটির আবার সংঘর্ষ হয় এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনার পরই ট্রাক ও প্রাইভেটকারের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক চালকের সহযোগী রাজু মিয়াকে (২৮) স্থানীয়রা আটক করে মারধরের পর পুলিশে হস্তান্তর করে।

আটক ট্রাক চালকের সহযোগী রাজু রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাক ও প্রাইভেটকারের ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় ইস্রাফিজুর রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

ইস্রাফিজুর রহমান শরীয়তপুর সদরের মজুমদারকান্দির বাসিন্দা আতাউর রহমান পেদার ছেলে।

সূত্রে জানা গেছে, ইস্রাফিজুর মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই স্থানে বরিশালগামী একটি চালবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ঢুকে পড়েন এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে। চালবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বিস্তারিত পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যাবে। ট্রাক চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement