নূর মক্কা চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ অক্টোবর ২০২৩, ১৯:০৭

চিকিৎসা সেবায় অবদান রাখতে উদ্বোধন হলো ‘নূর মক্কা চক্ষু হাসপাতাল’র। নিজস্ব জায়গায় নবনির্মিত দশতলা বিশিষ্ট হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার উদ্বোধন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশী-বিদেশী বরেণ্য অথিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফরহাদ হোসেন তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়নের কথা তিনি উল্লেখ করেন। বাংলাদেশে চক্ষুচিকিৎসা সেবা এবং অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ে আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের তিনি ভূয়সী প্রশংসা করেন। নূর মক্কা চক্ষু হাসপাতালের সুপরিসর ভবন ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দেখে তিনি অভিভূত হয়েছেন বলে উল্লেখ করেন। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সকল কার্যক্রম আরো সুসংহত, নির্বিঘ্ন ও সহজতর করতে তিনি ও তার সরকার সকল প্রকার সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আদেল আল রাশুদ, বাংলাদেশে চোখের রোগ নিয়ন্ত্রণ এবং অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ে সংস্থাটি ইতোমধ্যেই ৫টি পূর্ণাঙ্গ অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, ৩টি চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা এবং ৯৪টি আন্তর্জাতিক চক্ষু ক্যাম্প বান্তবায়নের কথা উল্লেখ করেন। এসবের মাধ্যমে অর্ধ কোটিরও অধিক বাংলাদেশী নাগরিক উপকৃত হয়েছেন বলে তিনি জানান। ১৯৮৯ সালে শুরু হওয়া এ সংস্থাটি বর্তমানে বিশ্বের ৪৮টি দেশে কাজ করছে এবং এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ২৮টি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এনজিও ব্যুরোর প্রতিনিধি জনাব আনোয়ার হুসাইন বাংলাদেশের সার্বিক উন্নয়নে সেবা সংস্থাগুলো উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে বলে ইঙ্গিত করেন। প্রতিকার ও নিরাময়যোগ্য চক্ষু রোগ চিকিৎসায় আলবাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বিশেষ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন। এ জাতীয় কার্যক্রমের সাথে এনজিও ব্যুরোর সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। নূর মক্কা চক্ষু হাসপাতালের মতো বড় কলেবরের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন হলো বলে তিনি আনন্দ প্রকাশ করেন।
আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর জনাব ড. আহমেদ আল-মাম্বারি নূর মক্কা চক্ষু হাসপাতাল উদ্বোধনকে বাংলাদেশে আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি উল্যেখযোগ্য টার্নিং পয়েন্ট বলে তিনি আখ্যায়িত করেন, যা এ দেশের লাখ লাখ মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
-প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা