০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

আশুলিয়ায় একই পরিবারের ৩ জন খুনের ঘটনায় মামলা

নিহত তিনজন - ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একই পরিবারের মা-বাবা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার (১ অক্টোবর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী। মামলাটি দায়ের করেন নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন।

এসআই জোহাব আলী বলেন, ‘গতকাল রাতে একটি ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে একই পরিবারের মা-বাবা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এঘটনায় আজ নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। লাশ তিনটি রাতেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ



premium cement