নানা অনিয়মের অভিযোগে সখীপুরের ওসিকে বদলি
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১

টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমকে নানা অনিয়মের অভিযোগে টাঙ্গাইলের পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওসি রেজাউল করিমকে টাঙ্গাইলের পুলিশ লাইনে বদলি করে নতুন ওসি হিসেবে কাকমারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন আলমকে সখীপুর থানায় নিয়োগ দেয়া হয়েছে। শনিবারের মধ্যে তিনি দায়িত্ব বুঝে নেবেন।
এর আগে গতকাল দুপুরে সখীপুর উপজেলা সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা বৈঠকে সখীপুরে আইন-শৃঙ্খলা অবনতির কথা উল্লেখ করে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার মোহাম্মদ নূরে আলম মুক্তা বলেন, সখীপুর উপজেলার পরিবেশ আগে অনেক ভালো ছিল, স্বাভাবিক ছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সখীপুরের আইন-শৃঙ্খলা দিন দিন চরম অবনতি হচ্ছে। এ সময় তিনি ওসি রেজাউল করিমকে প্রত্যাহারের দাবি জানালে তার বক্তব্যের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিটির সদস্যরা একমত পোষণ করেন।
এছাড়া গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সখীপুরের আইন-শৃঙ্খলা চরম অবনতি হওয়ায় উপজেলার শোলাপ্রতীমা বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে বক্তারা ওসি রেজাউল করিমকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত দুই মাসে সখীপুরে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, ধর্ষণ ও হত্যাসহ নানা ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। পাশাপাশি ওসি রেজাউল করিমের দায়িত্ব পালনের প্রতি অনাস্থা তৈরি হয়। বিশেষ করে উপজেলার দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়ার হত্যার ঘটনায় ২০ দিনেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ওসি রেজাউল করিম চরম বিতর্কের মুখে পড়েন। সবশেষে সখীপুরবাসীর দাবির প্রেক্ষিতে ওসি রেজাউল করিমকে বদলি করে নতুন ওসি হিসেবে কাকমারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন আলমকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ওসি রেজাউল করিম ২০২২ সালে ২৫ ফেব্রুয়ারি সখীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছিলেন।