শ্রীনগরে পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত ১
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪
শ্রীনগরে মাছ ভর্তি পিকাআপ ভ্যান ও মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন নিতহ হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার ১৫ মিনিট পর একই স্থানে একপ্রেসওয়ের হাইওয়ে লেনে ঢাকামুখী পিকআপ ভ্যান ও ট্রাক সংর্ঘষের ঘটনায় খুলনার ইমন (২৮) ও বাগেরহাটের শুভ্র (২৬) নামে আরো দু’জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৪০)। তিনি শরিয়তপুরের নারিশা এলাকার পাচন গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: মাহফুজ রিবেন জানান, ঢাকামুখী মাছ ভর্তি পিকআপ ও ট্রাক সংর্ঘষের ঘটনায় উদ্ধারের কাজ চলছিল। তার সামান্য বিপরীত দিকে পিকআপ ও একটি ট্রাকের সংর্ঘষের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র শর্মা জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।