সাপের কামড়ে রাজবাড়ীতে গৃহবধূর মৃত্যু
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩
রাজবাড়ীতে বিষধর সাপের কামড়ে নার্গিস বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা শহরের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নার্গিস ভবানিপুর গ্রামের রিকশাচালক নয়ন শেখের স্ত্রী ও একই এলাকার হারুন শেখের মেয়ে।
স্থানীয় বাসিন্দা হাবিব শেখ জানান, সন্ধ্যার আগে নার্গিস তার ঘরের মধ্যে ঝোলানো একটি ব্যাগের মধ্যে হাত দেন। সে সময় তার ডান হাতের আঙুলের মাথায় কিছু একটা কামড় দেয়। এর কিছুক্ষণ পর নার্গিসের শরীর অবস হয়ে এলে তিনি তার মা কে জানান।
এরপর শুরুতে তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পর নার্গিসের মৃত্যু হয়।
নিহত নার্গিসের স্বামী নয়ন শেখ জানান, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শাওন শারমীন জানান, নার্গিসকে তার স্বামী নয়ন শেখ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা