০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে আরো ৪জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে আরো ৪জনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২১ জন।

ডেঙ্গুতে মৃতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর (২৩), সালথা উপজেলার জুয়েল শেখের ছেলে কথান শেখ (৩২) ও বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মোস্তফা শেখের স্ত্রী শিউলি বেগম (৩৫)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২১ জন।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪৫ জন, জেনারেল হাসপাতালে ৮৫ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং ডায়াবেটিক এসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার ২৭৩ জন। এর মধ্যে আট হাজার ৪১৪ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।


আরো সংবাদ



premium cement