০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

টঙ্গীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

টঙ্গীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার -

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির পৃথক দুটি টিম উপস্থিত হয়। পরিচয় শনাক্তের জন্য লাশের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) নেয় তারা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement