২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

গণতন্ত্রের বিজয় সন্নিকটে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু - ছবি : নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট ডাকাতি করে আওয়ামী লীগের ক্ষমতায় আসার স্বপ্ন আর পূরণ হবে না। ভোট ডাকাতদের বিরুদ্ধে জনগণ এবার রুখে দাঁড়াবে। গণতন্ত্রের বিজয় অতি সন্নিকটে। ভোট ডাকাতেরা এবার পালাবার জায়গা ও সময় পাবে না।

শুক্রবার বিকেলে গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, জেলা বিএনপির সিনয়ি সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্ট্রার ইশরাক আহমেদ সিদ্দিকী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আবু তাহের মুসল্লি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর মাস্টার, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদল আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, জেলা মহিলাদলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, সাধারণ সম্পাদক গোল নাহার, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ ইস্কেন্দার জানু প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চন্দনাইশে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত সখীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত অভিবাসন ইস্যুতে জার্মানির ওপর ক্ষুব্ধ ইতালি বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর মেসির অভিযোগ অস্বীকার করেছে পিএসজি জনগণের মতামতের ওপর ভিত্তি করেই গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে : কাদের বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দুদক

সকল