সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- ফরিদপুর প্রতিনিধি
- ০৯ জুন ২০২৩, ২২:০৩
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে জহরুল হক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন শাহিন (২২) নামে একজন। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি সদরপুরের চর ব্রাহ্মণদী গ্রামে।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে দুই যুবক মোটরসাইকেলে সদরপুর থেকে চন্দ্রপাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে জহুরুল মারা যাযন। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।