২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭ আশ্বিন ১৪৩০, ০৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার


রাজবাড়ী পাংশায় চাঞ্চল্যকর হাসিব হত্যার মূল হোতা মো: তারেককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত অটোভ্যানটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তারেক পাংশা উপজেলার জয়গ্রাম এলাকার মো: খালেক প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুন) পাংশা মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশে আসামি মাদরাসাছাত্র হাসিবকে হত্যা করে।

ঘটনা সূত্রে জানা গেছে, হাসিব মঙ্গলবার বিকেলে তার বাবার অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুরে ঘাঁস ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সূত্রে আরো জানা যায়, বুধবার হাসিবের বাবা হামিদুল রহমান পাংশা মডেল থানায় মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। ওই দিন রাতেই আসামি তারেক প্রামাণিককে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, হাসিবের অটোভ্যান ছিনতাইয়ের জন্য হত্যার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত ভ্যানটি কুমারখালী থানার হলবাজার নামক এলাকা থেকে উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামি তারেক স্বীকার করেছে হাসিবকে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, মহাসচিব কায়সার কামাল বিএনপির পটুয়াখালী থেকে পিরোজপুর রোডমার্চ কাল এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল শ্রীপুরে এক অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব বিপিএল খেলতে আগ্রহী সাড়ে ৪ শ’ বিদেশী ক্রিকেটার জাতিসঙ্ঘের আলোচনায় জলবায়ু সঙ্কট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রাধান্য কেমন আছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুটি ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই : ২ পুলিশসহ ৫ জন রিমান্ডে সন্তানদের বাঁচাতে চা বিক্রেতা বাবার সাহায্যের আকুতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসির প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কাউখালী বাজার থেকে আলু উধাও

সকল