১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গোপালগঞ্জে জালটাকা তৈরির সরঞ্জামসহ দম্পতি গ্রেফতার

গোপালগঞ্জে জালটাকা তৈরির সরঞ্জামসহ দম্পতি গ্রেফতার। - ছবি : নয়া দিগন্ত

গোপালগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্য কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগমকে (২৪) গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদী প্রবাসী হায়াত আলীর ৪র্থ তলার একটি ইউনিট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে উদ্ধার করা হয় ১টি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ক্যামিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, সুতা ও বিপুল পরিমাণ জাল টাকা। জাল টাকা ছাপানো চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement