যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৩, ১৬:৩৩

যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
পুলিশ বলেছে, নিহত মো: জাকির হোসেন (২৯) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আব্দুল জলিলের ছেলে। সে নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বসবাস করতো।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, আজ রোববার ভোর ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিরের বোন বেলি আক্তার জানান, সকালে তারা খবর পান, জাকির জনপদ মোড়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তিনি হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
ওসি মো: বাচ্চু জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা