কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক আগুন
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৩, ১৮:০০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ জুন) দুপুরে পুরাতন ভবনের চিলে কোঠায় এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, রোগী ও স্বজনেরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেট বন্ধ থাকার কারণে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, সিড়ির চিলে কোঠায় কিছু ডাস্ট জমা করা ছিল। সেখানে ধূমপানের আগুনে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, গেট বন্ধ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শুধু জমানো ডাস্টগুলোই পুড়েছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারীরা বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সিরিঞ্জ ও ঔষধের কার্টুনসহ বিভিন্ন মালামাল চিলে কোঠায় জমা করে তা কয়েকদিন পর পর কয়েকজন বিক্রি করে। ওই খানে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা