২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কাচঁপুর চেঙ্গাইন এলাকার একটি রিসোর্টে সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদত সায়েম, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর- এ ইয়াসিন নোবেল, সোনারগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুইঁয়া, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সিকদার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা হাজী নাসির উদ্দীন, হাজী পিয়ার হোসেন নয়ন, ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু প্রমুখ।

এ সময় সোনারগাঁও থানা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement