নারায়ণগঞ্জে লেকে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৩ জুন ২০২৩, ১৭:০৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন লেকের পানিতে ডুবে মোরসালিন (৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
মোরসালিন পশ্চিম দেওভোগ এলাকার রায়হান কসাইয়ের বাড়ির ভাড়াটিয়া ইব্রাহিম মিয়ার ছেলে এবং দেওভোগ জামিআ আরাবিয়া দারুল উলূম মাদরাসার শিশু বিভাগের ছাত্র।
মোরসালিনের স্বজনরা জানায়, মোরসালিন শুক্রবার সকালে প্রতিবেশী দুই বন্ধুর সাথে খেলতে বের হয়। পরে জল্লারপাড় লেকে গিয়ে তিন বন্ধু গোসল করতে নামে। গোসল শেষে দুই বন্ধু উঠে গেলেও থেকে যায় মোরসালিন। বাড়িতে ফেরে না আসায় তাকে আশপাশে সন্ধান করে পরিবারের সদস্যরা। লেকে গোসলের কথা জানতে পেরে সেখানে খুঁজতে শুরু করে তারা এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ডুবুরি দল লেকে তল্লাশি চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চত করে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে লেকে তল্লাশি চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। পরে লাশটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
নারায়নগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘রাতেই আমরা লাশটি পরিবারের কাছে হস্তান্তর করি।
পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ৩ জুন লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা