২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ নিহত

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ নিহত। - প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনের সময় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল বাতেন (৫৫)। তিনি সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার মরহুম আব্দুল বারেকের ছেলে। তিনি টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের দুই নম্বর লাইনের একটি দোকানের দক্ষিণ পাশে সিভিল পোশাকে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য আব্দুল বাতেন। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আব্দুল বাতেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রেল লাইনে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে আহত হন। ফাঁড়ির অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক নাফিস মজিদ বলেন, পুলিশ সদস্য আব্দুল বাতেনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বাম পাশের অংশ থেঁতলে যায়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement