নরসিংদীর সংঘর্ষে গুলিবিদ্ধ আরো এক ছাত্রদল কর্মীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৩, ১৪:১০, আপডেট: ২৬ মে ২০২৩, ২০:৩০

নরসিংদীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুলের (২২) চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমানের (৩২) মৃত্যু হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ছাত্রদলের কমিটি বাতিল আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের কাছে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা হামলা চালালে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে পদবঞ্চিত ছাত্রদল নেতা আশরাফুল পেটে ও সাদেকুর রহমান সাদেক মাথায় গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা সদর হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে পাঠানো হয়। ঢামেকে আনার পর কর্তব্যতর চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা