ফরিদপুরে আড়িয়াল খাঁ নদ থেকে লাশ উদ্ধার
- ফরিদপুর প্রতিনিধি
- ০১ এপ্রিল ২০২৩, ২২:৪৫

ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধগলিত অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর। পুলিশ লাশ সনাক্তের চেষ্টা করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীর স্রোতে লাশটি ভেসে আসে দরগা বাজার ঘাটে। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, ফোন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, লাশের মুখ দেখে পরিচয় সনাক্ত করার উপায় নেই। মুখ থেঁতলে দেয়া হয়েছে। নৌ-পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা