০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

ফরিদপুরে কাগজি লেবুর হালি ১০০ টাকা

কাগজি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকা হালি। - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজারে এক হালি কাগজি লেবুর দাম ১০০ টাকা। তবে এলাচি লেবু ও সিডলেস লেবুর হালি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১ এপ্রিল) পৌরসদরের কাঁচাবাজারে এ চিত্র দেখা গেছে।

বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও লেবু ক্রেতা পল্লব কুমার বালা জানান, শনিবার বিকেলে ১২টি কাগজি লেবু ৩০০ টাকা দিয়ে কিনেছেন। বাজারে অন্যান্য জাতের লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সাধারণত কাগজি লেবু সচরাচর চোখে পড়ে না। এ লেবুর চাহিদা বেশি থাকলেও বাজারে একেবারে নেই বললেই চলে, তাই দাম বেশি।

ছোলনা গ্রামের বাসিন্দা মো: মিজানুর রহমান বলেন, কাগজি লেবু এখন আর পাওয়া যায় না। এ যেন আমাদের মাঝ থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে চোখে পড়লেও পরিমাণে কম, দামও আকাশছোঁয়া।

এ বিষয়ে লেবু বিক্রেতা ও উপজেলার বর্নিচর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী বলেন, কাগজি লেবু স্বাদে-গন্ধে একেবারেই আলাদা। চাহিদা বেশি থাকলেও একেবারেই পাওয়া যায় না। অল্প কিছু লেবু গ্রাম থেকে বেশি দামে কিনেছি। তাই কী আর করবো বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ছোট সাইজের কাগজি লেবুর হালি ৬০ টাকা, মাঝারি সাইজের ৮০ টাকা আর বড় সাইজেরগুলো ১০০ টাকায় বিক্রি করছি। এছাড়াও বিভিন্ন জাতের লেবু ২০ টাকা, ৩০ টাকা ও ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।


আরো সংবাদ


premium cement
শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই- নূরুল ইসলাম বুলবুল আইনমন্ত্রীর কথায় ১৫ বছরের দমন নিপীড়ন প্রমাণিত হয়েছে : রিজভী ইউরোপে আশ্রয়ের পথে বাংলাদেশীদের সামনে আরো বাধা ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫ ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো পরাজয় নেই : আব্দুল হালিম আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীতে ঝুম বৃষ্টি গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ সড়কের উন্নয়নে কাটা হচ্ছে সহস্রাধিক গাছ, হুমকির মুখে পরিবেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের পাওনা বেড়েছে ৬৩,৫৯২ কোটি টাকা কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরাইলিকে গুলি করে হত্যা

সকল