১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ২১ জিলকদ ১৪৪৪
`

পলাশে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

পলাশে কাভার্ডভ্যানের সাথে এই সিএনজির সংঘর্ষ হয় - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরো ৪ যাত্রী।

বৃহস্পতিবার বিকেলে পাঁচদোন-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুয়ারীখলা গ্রামের সুরেন্দ নাথের ছেলে পংকজ নাথ (৩০) ও অজ্ঞাত এক নারী।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এ সময় পাঁচদোন-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পংকজ নামে সিএনজির এক যাত্রী নিহত হন। একইসাথে আহত হন আরো পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারীর মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ


premium cement