২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সখীপুর আ’লীগ নেতার বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

সখীপুর আ’লীগ নেতার বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে টেংরা মাদলাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বহিষ্কৃত কোষাধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মান্নান শিকদারের বিরুদ্ধে টাকাআত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ওই সমিতির সদস্যরা।

বুধবার (২৯ মার্চ) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টেংরা মাদলাখাল সমিতির কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মান্নান শিকদারের বিরুদ্ধে সমিতি ও সদস্যদের সাত লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। মান্নান শিকদার কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই সমিতির সাবেক কোষাধ্যক্ষ।

সমিতির এক সদস্য বলেন, মান্নান শিকদার সমিতির অর্থ সম্পাদক থাকাকালে গাভী দেয়ার কথা বলে আমার কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা নিয়েছে। টাকা চাইতে গেলে মামলার ভয় দেখায়। তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে অভিযোগ করেছি। আমার মত আরো পাঁচজন সদস্যের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা এই প্রতারকের বিচার চাই।

ওসমান গণি বলেন, এ সমিতিতে বৃক্ষরোপনের একটি প্রকল্প আসে। মান্নান শিকদার তার লোকবল নিয়ে রাতের আঁধারে সেই গাছগুলো তুলে ফেলেছে। ওই প্রতারকের আমরা বিচার চাই।

টেংরা মাদলাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুহুল আমীন বলেন, ছয়জন সদস্য ও সমিতির নিজস্ব তহবিল হতে সাত লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মান্নান শিকদারকে সর্বসম্মতিক্রমে কোষাধ্যক্ষ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, পরে টাকা আত্মসাত ঘটনায় আদালতে মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে মান্নান শিকদার বলেন, আমি সমিতির কোনো টাকা আত্মসাৎ করিনি। অভিযোগগুলো মিথ্যা।


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল