০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতা আটক

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা ছাত্রলীগ নেতা আটক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং। - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল ওহাব সত্যতা নিশ্চিত করে বরেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে দুপুর ৩টার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো বলেন, শুভ্রদেব শনিবার তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্মন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।

তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কিনা কিংবা শ্রভ্রদেবকে গ্রেফতার করা হবে কিনা, এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না বলেও জানান ওসি।

ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, ‘তার ওই পিস্তলটি খেলনা। বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে ভাস্তের জন্য খেলনা পিস্তলটি কিনেছি। যাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোষ্ট করেছি। এরপর নানাজন, নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’


আরো সংবাদ


premium cement
ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ বৃষ্টি বাদল উপেক্ষা করে বিক্ষোভ ও সমাবেশে বিএনপির নেতাকর্মীরা ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি বনানীতে শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার দোষের কিছু নেই নৈশকালীন নির্গমণ বা স্বপ্নদোষে

সকল