মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে সাভার বিএনপি'র শ্রদ্ধা নিবেদন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মার্চ ২০২৩, ১৬:৫২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে সাভার পৌর শাখার বিএনপি।
রোববার ২৬ মার্চ সকাল ৯টার দিকে একটি মিছিলটি সাভার ক্যান্টনমেন্ট এলাকা থেকে শুরু হয়ে সাভার-নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এর অভ্যন্তরে প্রদক্ষিণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার পৌর বিএনপি'র উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়।
মিছিলটিতে নেতৃত্ব দেন সাভার পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার সাবেক সহ-সভাপতি মো: নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র সাভার পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজ উদ্দিন, ছাত্রদল সাভার পৌর শাখার সাধারণ সম্পাদক মো: এমদাদ মিয়া, যুবদল ৮ নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম রাসেল, সাভার পৌর ছাত্রদল এর সহ-সভাপতি মো: ফারুকসহ সাভার পৌর শাখা বিএনপির অন্যান্য নেতারা।