০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

স্ত্রীকে হত্যার পর পাগলের বেশ ধরেও শেষ রক্ষা হলো না লতিফের


স্ত্রীকে হত্যার পর পাগলের বেশ ধরেও শেষ রক্ষা হয়নি আব্দুল লতিফ কাজীর। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে র‌্যাবের হাতে ধরা পড়েন তিনি।

গ্রেফতার আব্দুল লতিফ রাজবাড়ী সদরের বার্থা গ্রামের মরহুম মতিয়ার কাজীর ছেলে। তার স্ত্রী বিউটি বেগম মহিষ বাথান গ্রামের বিল্লাল মোল্লার মেয়ে। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ দম্পতির মেয়ে মিম জানান, গত ১৮ জানুয়ারি রাত ২টার দিকে মায়ের চিৎকার তার শুনে ঘুম ভাঙে। এ সময় পাশের কক্ষে গিয়ে দেখে, তার বাবা চাপাতি দিয়ে তার মাকে কোপাচ্ছে। এ দৃশ্য দেখে সে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন তার বাবা দৌড়ে পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবুল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার পর লতিফ পাগল বেশে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে থাকতেন। ওই এলাকায় মাঝে মধ্যে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবেও কাজ করতেন। কোনো ঘর বা বাসা ভাড়া নেননি তিনি। এ ঘটনার পর থেকেই আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হই। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিউটির বাবা বিল্লাল মোল্লা জানান, লতিফ স্টক মালের (ধান, পাট, গম ও সরিষা) ব্যবসা করতো। পান থেকে চুন খসলেই লতিফ আমার মেয়েকে মারধর করতো। ১৮ জানুয়ারি রাতে লতিফ আমার মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন আমি লতিফকে একমাত্র আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করি।

লতিফ গ্রেফতার হওয়াতে বিউটির বাবা বিল্লাল মোল্লা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে মেয়ে হত্যার ন্যায়বিচার চান তিনি।


আরো সংবাদ


premium cement
বরগুনায় বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ২৫ জামালপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার

সকল