২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

জিলাল খান - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীতে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার অভিযোগে ছোট ভাই জিলাল খানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রুহুল আমীন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জিলাল খান আদালতে উপস্থিত ছিলেন।

তারা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপোত্তা গ্রামের বাসিন্দা। তাদের বাবা হামিদ খান।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জুন সকাল ছয়টার দিকে আম পাড়াকে কেন্দ্র করে হামিদ খানের বড় ছেলে সালাউদ্দিনের সাথে তার ছোট ভাই জিলাল খানের ঝগড়া হয়। একপর্যায়ে জিলাল খান ধারালো দা দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন।

আসামিপক্ষের আইনজীবী কে এ বারী বলেন, আমরা উচ্চ আদালতে আবেদন করব। আশা করছি সেখান থেকে আসামি জামিনে মুক্ত হবেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ জানান, ভাইয়ের হাতে ভাই খুনের বিষয়টি নির্মম। হত্যাকাণ্ড ঘটার প্রায় তিন বছর পর ২০১৭ সালে আসামি জিলাল খান গ্রেফতার হন। তারপর থেকেই তিনি জেলহাজতে আছেন। দীর্ঘ শুনানি শেষে তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: উপলক্ষে যুব উন্নয়ন সংসদের বর্ণাঢ্য র‌্যালি বক্তব্য দিতে উঠে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১.১৫ বিলিয়ন ডলার নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১ আ’লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী তামিম ইস্যুতে মুখ খুললেন আশরাফুল ফরিদপুর বিভাগীয় রোডমার্চ : গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ : সিপিডি মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : এক প্রার্থী চীনপন্থী, অন্য প্রার্থী ভারতপন্থী বিশ্বকাপ অক্ষুণ্ন রেখে অভিজাত গ্রুপে যোগ দিতে চায় ইংল্যান্ড সিরাতুন্নবী সা: উপলক্ষে শিবিরের আলোচনা সভা

সকল