১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ : নিহত ৩

- ছবি - ইন্টারনেট

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।

এ ঘটনায় আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে। এতে ভবনটির আংশিক ধসে পড়ে ও আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয়জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের পাশে তিনতলা একটি ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। এবং ভবনটি ধসে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি।

ইতিমধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট এবং নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।


আরো সংবাদ



premium cement