৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪
`

চাকরির প্রলোভনে গজারি বনে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

চাকরির প্রলোভনে গজারি বনে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে চাকরি ও খাবারের প্রলোভন দেখিয়ে গজারি বনে নিয়ে পোশাক এক শ্রমিককে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন, গাজীপুর সদর থানার গজারিয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে মোসাদিক হোসেন অপু (৩২), ময়মনসিংহের ফুলপুর থানার ডিউর এলাকার হাবিবুর রহমান ওরফে হবির ছেলে হৃদয় (২০) ও একই জেলার ত্রিশাল উপজেলার বিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৮)।

জিয়াউল ইসলাম জানান, গাজীপুরের জয়দেবপুর থানাধীন সিটপাড়া এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন ঠাকুরগাঁওয়ের এক নারী। শনিবার সকালে তিনি চাকরির সন্ধানে মহানগরের রাজেন্দ্রপুর বাংলাবাজার এলাকার এনএজেড পোশাক কারখানায় যান। ক্ষুধার্ত হওয়ায় থেকে ফেরার পথে তিনি ভাওয়াল মির্জাপুর রোডে খাবারের হোটেলের খোঁজ করেন। এ সময় এক অপরিচিত যুবক তার পথরোধ করে পরিচয় জানতে চায়। পরে তাকে খাবার ও চাকরির প্রলোভন দেখিয়ে গজারিয়াপাড়া (মরদাপাড়া) এলাকার এক হোটেলে নিয়ে যায়। খাবার খেয়ে গজারি বনের ভেতর দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে ওই নারীর মুখ চেপে গলায় চাকু ধরে প্রাণনাশের হুমকি দিয়ে গহীন বনে নিয়ে যায় যুবকটি। পরে যুবকটি তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই যুবক মোবাইলে তার আরো দু’সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনে। এরপর তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।

তিনি আরো জানান, এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই নারী থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ


premium cement
পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলু, সেক্রেটারি হাসিবুল এবার মাঠকর্মীদের নিজ হাতে খামভর্তি টাকা দিলেন সাকিব আতর আলী হত্যা : বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ১১ চট্টগ্রামে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার কুরআনের শিক্ষাকে সবার মাঝে পৌঁছে দেয়া ইমামদের দায়িত্ব : আইম্মাহ পরিষদ আর্জেন্টিনা থেকে উপহার পেয়েছেন সাকিব আল হাসান সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম আলো ষড়যন্ত্র করছে : ঢাবি শিক্ষক সমিতি ‘রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপস না করার প্রশিক্ষণ’ পুঠিয়ায় ইমামের বেতন চাওয়ায় ২ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা এবার 'ভোট চুরি' করতে দেবে না বিএনপি : আমীর খসরু ভূয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেট প্রধান গ্রেফতার

সকল