১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী। - ছবি : নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এদেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্যকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় তাদের কাছে এটা অসম্ভব হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ’হ্যালো পুলিশ’ আনুষ্ঠানিক উদ্বোধনে ও সন্ধ্যার পর মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ’মুক্তিযোদ্ধা সমাবেশে’ স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এদেশের জনগণও মনে করে ভোট ছাড়া অন্যকোনো উপায় নেই এদেশের শাসনভার গ্রহণ করার। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান এবং বার বার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ক্ষমতায় আনতে হবে।

মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির কোন কার্যক্রমে আমরা বাধা দিয়েছি? তারা বিশাল বিশাল সভা করছে। তারা প্রত্যেকটা জেলায় সভা করছে, বিভাগে সভা করছে। এখন আবার পদযাত্রা শুরু করেছে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা করছে। তাতেও অনুমতি দিয়েছি। আপনাদের রাজনৈতি যে কার্যক্রম তা করুন। পাশাপাশি আমরা এটাও বলি মানুষের কোনো অসুবিধার সৃষ্টি করবেন না। ভাংচুর, অগ্নিসংযোগ করার চেষ্টা করবেন না। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি বলেন, আজ মুক্তিযোদ্ধা ভাইদের পেয়ে মনে পড়ে যাচ্ছে সেই রণাঙ্গনের কথা। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি। জীবনবাজি রেখে যুদ্ধ করেছি প্রিয় দেশটাকে স্বাধীন করার জন্য। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সবাই সম্মান করে, এটাই আমাদের বড় পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং সবার জন্য বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা নিশ্চিত করা হয়েছে। একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে নজির স্থাপন করেছে। এ দেশকে এগিয়ে নিতে হলে বারবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। অর্থনীতিতে বাংলাদেশ এখন বিশ্বের ৪১ নম্বরে নাম্বারে এবং খুব দ্রুতই ২০/২১ নাম্বারে চলে যাবো।

বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জের পৌর মেয়র মো: রমজান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোমিন উদ্দিন খান প্রমুখ।

মুক্তিযুদ্ধ সময়ের ডেপুটি কমান্ডার জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবজাল হোসেন খান জকি, জেলা সর্বস্তরের মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কণ্ঠশিল্পী ফকির সাহেব ও লায়লা গান পরিবেশন করেছেন।


আরো সংবাদ



premium cement
জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত

সকল