২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রূপগঞ্জে সাজসাজ রব

- ছবি - নয়া দিগন্ত

উড়াল পথের পর এবার পাতাল পথে তৈরি হচ্ছে মেট্রোরেল। এর মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। দেশের অবকাঠামোগত উন্নয়নে এটি এক নতুন মাইলফলক তৈরি হতে চলছে।

বৃহস্পতিবার এমআরটি লাইন-১ এর পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বেলা ১১টায় উদ্বোধন করবেন তিনি।

১৪ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ে বরাবর কাঞ্চন সেতুর প্রায় এক কিলোমিটার দক্ষিণে পিতলগঞ্জ গ্রামে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল, এমআরটি লাইন ১-এর ডিপো নির্মাণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে ৩৫ দশমিক ৯০ শতাংশ হেক্টর জমিতে নির্মিত হচ্ছে এই ডিপো।

উদ্বোধনের পরপরই কাজ শুরু করতে ইতোমধ্যেই নির্মাণ সাইটে বিভিন্ন প্রকারের নির্মাণ সামগ্রী জড় করতে শুরু করেছে জাপানের টোকিউ কনস্ট্রাকশন এবং স্থানীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার।এই দুই কোম্পানির যৌথ উদ্যোগেই শুরু হচ্ছে প্রকল্পের কাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুমানিক ৫২ হাজার ৫৬১ দশমিক ৪৩ শতাংশ কোটি টাকার এমআরটি লাইন-১ প্রকল্পটির কাজ উদ্বোধন করবেন। সরকার প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেলের নির্মাণ কাজ এবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখেরও বেশি লোকের সমাগম করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এ উপলক্ষ্যে ব্রাহ্মণখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠান থেকে ছয় লেনের ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণ কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে রূপগঞ্জে নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রকল্প এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে এখন সাজসাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে মহাসড়কসহ জেলা-উপজেলার প্রধান সড়ক। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন মহাব্যস্ত সময় পার করছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন এখানকার সর্বস্তরের মানুষ। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, প্রধানমন্ত্রীর আগমনের দিন সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল