গাজীপুরে বিএনপির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৫
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ৩১ জানুয়ারি ২০২৩, ২২:৫৪

গাজীপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, পুলিশের ওপর আক্রমণ ও সরকারি কাজে বাধাপ্রদানের অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবকদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এতে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রো সদর থানায় মামলাটি করা হয়েছে।
জানা যায়, মামলায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাহাদাত হোসেন শাহিন, সদস্য সচিব মো: আব্দুল আলিম মোল্লা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী সালাউদ্দিনসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সোমবার বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর স্বেচ্ছাসেবকদল। মিছিলটি মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও সদস্য সচিব আব্দুল আলিম মোল্লার নেতৃত্বে নগরির বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং মিছিল থেকে প্রায় দু’ডজন নেতাকর্মীকে আটক করে।
এ ব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন বলেন, আমরা পুলিশের মৌখিক অনুমতি নিয়েই শহরে শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে লাঠিচার্জ ও ২৫-২৬ জন নেতাকর্মীকে আটক করেছে।
আটকদের থানায় নির্যাতনের অভিযোগ করে তিনি বলেন, ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠিয়েছে। আর বাকিদের ছেড়ে দিলেও থানায় নিয়ে মারধর করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হাসান বলেন, রাস্তায় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মিছিলকারীদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা