২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ - ফাইল ছবি

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে লঞ্চসহ সকল নৌ চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রোববার দিবাগত রাত সোয়া ১১টা থেকে কুয়াশার ঘন্ত্র বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সোমবার সকালে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার কারণে যানবাহন ও যাত্রীসহ মাঝ পদ্মায় আটকে আছে তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটর দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

খালেদ নেওয়াজ বলেন, রোববার রাত ১০টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে রাত সোয়া ১১টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়ায় বর্তমানে ১৫টি ফেরি প্রস্তত রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement