৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪
`

প্লাটিনাম ক্যাটাগরিতে বিশ্বের শ্রেষ্ঠ না'গঞ্জের ওভেন ডাইং কারখানা পরিদর্শনে ১৮ দেশের প্রতিনিধি

প্লাটিনাম ক্যাটাগরিতে বিশ্বের শ্রেষ্ঠ না'গঞ্জের ওভেন ডাইং কারখানা পরিদর্শনে ১৮ দেশের প্রতিনিধি - ছবি : নয়া দিগন্ত

ওভেন ডাইং ফ্যাক্টরিতে বিশ্বের শ্রেষ্ঠ কারখানার উপাধি পাওয়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিথিলা গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন বিশ্বের আটটি দেশের রাষ্ট্রদূতসহ ১৮ দেশের প্রতিনিধিরা।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে লিড প্লাটিনাম সার্টিফাইড (সনদপ্রাপ্ত) প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তারা। এ সময় তারা কারখানার ভেতরে ডাইং ওভেন টেক্সটাইল ল্যাবসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

জানা গেছে, মিথিলা টেক্সটাইল বিশ্বের প্রথম দশটি গ্রিন ফ্যাক্টরির মধ্যে অন্যতম। মিথিলা টেক্সটাইল তাদের উৎপাদিত বর্জ্যের প্রায় ৬০ ভাগ পূর্ণ ব্যবহারযোগ্য করে তোলে। প্রায় ৬০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী এই কারখানাটি বাংলাদেশ টেক্সটাইল জগতে অনন্য ও পথিকৃৎ হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতিতে রাখছে বিশেষ ভূমিকা। ইতোমধ্যে কারখানাটি ওভেন ডাইং সেক্টরে বিশ্বের শ্রেষ্ঠ কারখানার উপাধি লাভ করেছে।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূতরা জানান, মিথিলা টেক্সটাইল সবুজ কারখানা হিসেবে বিশ্বে শীর্ষ ১০ কারখানার মধ্যে রয়েছে। এর মধ্যে কারখানাটি ওভেন ডাইং প্লাটিনাম ক্যাটাগরিতে বিশ্বের শ্রেষ্ঠ কারখানা হিসেবে চিহ্নিত হয়েছে। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল কারখানার কর্মপরিবেশ, নিরাপত্তা, জ্বালানি সাশ্রয়সহ অন্যান্য বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্জান্ডার মান্টিটস্কি, সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীসহ যুক্তরাষ্ট্র, ব্রুনাই, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসহ ১৮ দেশের প্রতিনিধিগণের সাথে বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খান, অভিনেতা জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ওভেন ডাইং কারখানা ‘মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পরিদর্শন করে সত্যিই অবাক হয়েছি। মিথিলা গ্রুপ সকল আধুনিক পদ্ধতিসমূহ স্থাপন ও ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব উন্নয়ন, জলবায়ু রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


আরো সংবাদ


premium cement
পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১১ জন নিহত পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইইউ’র সহায়তা চেয়েছে বাংলাদেশ পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলু, সেক্রেটারি হাসিবুল এবার মাঠকর্মীদের নিজ হাতে খামভর্তি টাকা দিলেন সাকিব আতর আলী হত্যা : বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ১১ চট্টগ্রামে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার কুরআনের শিক্ষাকে সবার মাঝে পৌঁছে দেয়া ইমামদের দায়িত্ব : আইম্মাহ পরিষদ আর্জেন্টিনা থেকে উপহার পেয়েছেন সাকিব আল হাসান সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম আলো ষড়যন্ত্র করছে : ঢাবি শিক্ষক সমিতি ‘রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপস না করার প্রশিক্ষণ’

সকল