সখীপুরে বনের মাটি কাটায় ভেকু জব্দ, মালিক ও ব্যবসায়ী পলাতক
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৭, আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৬

টাঙ্গাইলের সখীপুরে সামাজিক বনায়নের জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেকু জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। এ সময় ভেকুর মালিক ও মাটি ব্যবসায়ী বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
শনিবার (২৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা এলাকা থেকে ভেকুটি জব্দ করা হয়।
বন বিভাগ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হতেয়া রেঞ্জাধীন কালিদাস বিটসহ পাশের বিটের বনপ্রহরীরাও উপস্থিত ছিল।
হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘বাংলাদেশ বন সম্পদ সংরক্ষণ আইনের আওতায় ওই ভেকু জব্দ করা হয়। এ ঘটনায় ভেকুর মালিক ও মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা