দৌলতদিয়ায় ১ চিতল বিক্রি হলো ৩০,১৪০ টাকায়
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৩, ২২:১৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ ৩০ হাজার ১৪০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে পদ্মা নদীর পাবনা জেলার ঢালারচর এলাকায় জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি কিনে নেন। তিনি প্রতি কেজি দুই হাজার ১০০ টাকা দরে মোট ২৮ হাজার ৭৭০ টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, মাছটি আমি জেলের কাছ থেকে প্রতি কেজি দুই হাজার ১০০ টাকা দরে মোট ২৮ হাজার ৭৭০ টাকায় ক্রয় করেছি। এরপর সামান্য লাভে প্রতি কেজি দুই হাজার ২০০ টাকা দরে মোট ৩০ হাজার ১৪০ টাকায় রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস অফিসার মো: রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে-মধ্যেই এমন বড় বড় রুই, কাতল, বোয়াল, চিতল, পাঙ্গাস, বাঘাইড় ও আইড়সহ অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা