২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি - ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। প্রচণ্ড শীতের মধ্যে মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি।

শনিবার ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এতে করে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়েছে।

জানা গেছে, রাত থেকেই কুয়াশার পরিমাণ বেশি ছিল। ভোর ৫টার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ আরো বাড়তে থাকে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহনবোঝাই বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বনলতা ও বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের তিনটি ফেরি আটকা পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১১টি ফেরি চলাচল করছে।


আরো সংবাদ



premium cement