২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কমলাপুরে মোটরসাইকেলে আগুন দেয়ার আভিযোগ

কমলাপুরে মোটরসাইকেলে আগুন দেয়ার আভিযোগ - ছবি : সংগৃহীত

রাজধানী কমলাপুর ফুটওভার ব্রিজের পাশে মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে কমলাপুর ফুটওভার ব্রিজের (মুগদা হাসপাতালের পাশে) পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান।

তিনি বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য’।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায় মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

সবুজবাগ থানার ওসি (অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।


আরো সংবাদ



premium cement