ফরিদপুরে কৃষকদল-ছাত্রদলের বিক্ষোভ
- ফরিদপুর প্রতিনিধি
- ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:১০

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা-গুলিবর্ষণ, কার্যালয়ে অভিযান এবং গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষকদল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে জেলা কৃষক দলের আহ্বায়ক মো: রেজাউল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আশরাফ নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ মিছিলে অংশ নেন।
অন্যদিকে বিকেলে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহরিয়ার হাসান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক নিশো খান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন রহমানসহ প্রমুখ এতে নেতৃত্ব দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা