২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাভারে সোমবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

সাভারে সোমবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। - ছবি : নয়া দিগন্ত

তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সাভারের বিভিন্ন অঞ্চলে সোমবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার সকালে জরুরি গ্যাস শাটডাউন সংক্রান্ত এক নোটিশে এসব তথ্য জানান তিতাস কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত সাভারের জাহাঙ্গীরনগর, সাভার ক্যান্টনমেন্ট, চামড়া শিল্পনগরী এলাকা, পাবলিক সার্ভিস ট্রেইনিং সেন্টারসহ আঞ্চলিক বিপণন অফিস (জেবিঅ) সাভারের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস স্বল্পতা বিরাজ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মাদ সায়েম নয়াদিগন্তকে বলেন, সাভারের ব্যাংক টাউন এলাকায় নদীর এক পাড় থেকে আরেক পাড়ে গ্যাস লাইনের টাই-ইন-এর কাজ হবে। তাই সোমবার ১২ ঘণ্টা সাভার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।


আরো সংবাদ



premium cement