২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজবাড়িতে পুলিশের ভুয়া এসআই আটক

রাজবাড়িতে পুলিশের ভুয়া এসআই আটক। - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর পৌর সভা এলাকা থেকে ফারহান মণ্ডল নামের পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌর সভার ১ নম্বর বেরাডাঙ্গা তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারহান মণ্ডল রংপুর জেলার পিরগাছা এলাকার কাশেম মণ্ডলের ছেলে।

রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জানান, আটক ফারহান পুলিশের এসআই পরিচয়ে ১০ মাস আগে পাচুরিয়া ইউনিয়নের জাফর মিয়ার মেয়েকে বিয়ে করেন। দু’মাস সংসার করার পর নিজের শ্যালককে বিআরটিএতে চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা নিয়ে তিনি পালিয়ে যান। এ সময় তিনি তার শ্যালককে একটি ভুয়া নিয়োগপত্রও দিয়েছিলেন। এরপর তিনি আর শ্বশুরবাড়িতে ফেরেননি। গতকাল শনিবার রাতে তার স্ত্রী টেলিফোনে যোগাযোগ করে তাকে রাজবাড়ীতে আসতে বলে। পরে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে তাকে বিয়ে করেছে বলে স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ রাজবাড়ী আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠায়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement