২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সোনারগাঁওয়ে অপহরণকারীকে গণধোলাই, শিশু উদ্ধার

সোনারগাঁওয়ে শিশু অপহরণকারী ইমন - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সোনাপুর এলাকা থেকে ইসান নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগে মো: ইমন নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে স্থানীয় জনতা তাকে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে।

জানা গেছে, বুধবার সকালে ইমনের বিরুদ্ধে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ উঠে। পরে অপহৃত ওই শিশুকে ফতুল্লার মাসদাইর মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াসিন মিয়া সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলার এজহার থেকে জানা যায়, বুধবার সকালে উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া ইমন বাড়ির সামনে থেকে খেলা করার সময় মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ইসান নামের এক শিশুকে অটোরিক্সাযোগে অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুরে অটোরিক্সায় শিশুর কান্না শুনে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে জেরা করে কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় তাকে আটক করে গণধোলাই দেয়। পরে ওই শিশুর বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে ৪টার দিকে ফতুল্লার মাসদাইর মসজিদ এলাকায় স্থানীয়দের হেফাজত থেকে উদ্ধার করে। এছাড়াও অপহরণকারী ইমনকে বুধবার রাতে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: আহসান উল্লাহ জানান, অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল