২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঢাবিতে ক্যান্টিন স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবিতে ক্যান্টিন স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনে ক্যান্টিন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে আইন অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজী মোতাহার হোসেন ভবনের সামনের রাস্তায় তারা এই মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে মোতাহার হোসেন ভবনে ক্যান্টিন স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘আমাদের একটা স্বতন্ত্র অনুষদ হলো আইন অনুষদ। অথচ এখানে কোনো ক্যান্টিন নাই। আমাদের ক্যান্টিনের দাবির বিষয়ে বলা হয় যে এখানে পর্যাপ্ত জায়গার অভাব। তারা জায়গার অভাবের কথা বলে অথচ আমরা পর্যাপ্ত জায়গা দেখি।

সাখাওয়াত আরো বলেন, ‘আমরা আরো শুনেছি আমাদের প্রস্তাবটা একজন ডিনের মনঃপূত হয়নি বলে এটা ঝুলে আছে। আমরা বলতে চাই, আইন অনুষদ কারো বাপের সম্পত্তি নয়।’

ফাতিহা অরমিন নাসের বলেন, ‘আমাদের একবেলা খাবারের জন্যে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে টিএসসি বা ডাকসুতে যেতে হয়। এতে আমাদের ক্লাসের সমস্যা হয়। এক জায়গায় ক্লাস করে আবার অন্য জায়গায় গিয়ে খাওয়া কিভাবে সম্ভব।’

কামরুজ্জামান হৃদয় বলেন, ‘আমাদের পাশে গণিত ভবনে মাত্র এক হাজারের মতো শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু তাদের খাবারের জন্য ক্যান্টিন আছে, আর আমাদের এখানে তিন হাজারের অধিক শিক্ষার্থী থাকার পরও কোনো ক্যান্টিন নেই। আমাদের আগেও সিনিয়র ভাইয়েরা আন্দোলন করেছেন। কিন্তু সেটা আর বেশি দূর আগায়নি। তবে এবার আমরা দাবি আদায় না করে যাবো না।’


আরো সংবাদ



premium cement