২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ধলেশ্বরীতে টিকটক করতে গিয়ে তরুণ নিখোঁজ

ধলেশ্বরীতে টিকটক করতে গিয়ে তরুণ নিখোঁজ। - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে দু’বন্ধু নদীতে ঝাঁপ দিয়ে একজন তীরে উঠতে পারলেও রাসেল (১৮) নামের একজন নিখোঁজ হয়েছে।

শনিবার দুপুর ৩টার দিকে মুক্তারপুর সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভিডিও বানানোর সময় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুঁবুরি দল নদীতে অনুসন্ধান চালালেও ওই টিকটকারের খোঁজ মেলেনি।

রাসেল বরিশালের হিজলা উপজেলার হেলাল বেপারীর ছেলে। পরিবারের সাথে মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় ভাড়া থাকতেন তারা।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে রাসেল তিন বন্ধু সোহাগ, নাইম ও হামিমের সাথে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় টিকটকের ভিডিও বানাতে মুক্তারপুর সেতু থেকে রাসেল ও হামিম ঝাঁপ দেয়। হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও তলিয়ে যায় রাসেল। এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার অভিযানে অংশ মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও রাসেলের খোঁজ পায়নি তারা।

নিখোঁজ রাসেলের মা পারভীন আক্তার বলেন, রাসেল কাজ থেকে এসে নদীতে গোসল করতে যায়। টিকটক কি আমি জানি না।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম জানান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি নিখোঁজকে না পাওয়া যায়, অথবা লাশ ভেসে না ওঠে তাহলে আগামীকাল সকালে আবারো উদ্ধার অভিযান চালানো হবে।


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল