১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আশুলিয়ায় ঢাকামুখী লেনে যানবাহনের চাপ

আশুলিয়ায় ঢাকামুখী লেনে যানবাহনের চাপ - ছবি : নয়া দিগন্ত

ঢাকা সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঢাকামুখী যাত্রীরা। সেই সাথে ঈদে ঘরমুখো যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে শ্রীপুর, জিরানী বাজার, ইপিজেড ও বাইপাইল স্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, এসব স্ট্যান্ডে ঢাকামুখী লেনে গাড়ির চাপ রয়েছে। বিশেষ করে বাইপাইল, ইপিজেড ও শ্রীপুর স্ট্যান্ডে গাড়ির চাপ বেশি দেখা গেছে। প্রতিটি স্ট্যান্ডে অন্তত ১৫ মিনিটেরও বেশি সময় ধরে গাড়ি থেমে থাকতে দেখা গেছে।

এদিকে বাইপাইল, নবীনগর বাস স্ট্যান্ড ঘুরে দেখা গেছে এসব স্ট্যান্ডে উত্তরবঙ্গগামী মানুষের চাপ থাকলেও এই সড়কে গাড়ির চাপ চোখে পড়েনি। তবে বাসের ভাড়া বেশি নিচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

বুধবার রাত থেকেই যানবাহনের চাপ বাড়ছে। যা বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গমুখী লেনেও যানবানের চাপ বাড়ছে। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে কুরবানির পশু নিয়ে আসা ট্রাক ঢুকছে ঢাকায়। যার ফলে কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে যানজটের।

অন্যদিকে সাভার শিল্পনগরী বেশিরভাগ কারখানা আজ ছুটি ঘোষণা করা হবে। যার ফলে বিকেল থেকে যানবাহনের চাপ আরো কয়েকগুণ বাড়তে পারে।

এ প্রসঙ্গে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় পুলিশ সেই চেষ্টা করে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল