১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

পদ্মা সেতুর টোলপ্লাজায় বাইকারদের মানববন্ধন

পদ্মা সেতুর টোলপ্লাজায় বাইকারদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বাইকাররা।

বুধবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোলপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যানার ও প্লাকার্ড হাতে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের দুই শতাধিক বাইকার অংশ নেয়। এর আগে মঙ্গলবার শরীয়তপুরের বাইকাররা এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে স্মাপরকলিপি প্রদান করে।

এ সময় বাইকাররা বিধিনিষেধ প্রত্যাহার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করে বক্তব্য প্রদান করেন। ঈদের আগেই বিধিনিষেধ প্রত্যাহার করলে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার শিক্ষার্থীসহ অনেক কম আয়ের মানুষ কোনো ভোগান্ত ছাড়াই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলেও তারা জানান। এ সময় বাইকাররা সড়ক আইন, বিআরটিএ বিধিনিষেধসহ সকল নিয়মের মধ্যে থেকে মোটরসাইকেল চালানোর প্রতিশ্রুতি দেয়।


আরো সংবাদ



premium cement