১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পদ্মা সেতুতে সাংবাদিকদের টোল ফ্রি করার আহ্বান

পদ্মা সেতুতে সাংবাদিকদের টোল ফ্রি করার আহ্বান। - ছবি : নয়া দিগন্ত

সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। তাই পদ্মা সেতুসহ দেশের সব সেতুতে সাংবাদিকদের জন্য টোল ফ্রি করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

রোববার শিবচর শিল্পকলা একাডেমির বহরামগঞ্জ ললিতকলা মিলনায়তনে ‘শেখ হাসিনার স্বপ্নায়ন; পদ্মাসেতুর বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএমএসএফ শিবচর শাখার উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু গোটা জাতির সম্পদ; তেমনি সাংবাদিকরা এর অতন্দ্র প্রহরী। পদ্মা সেতুর স্বার্থরক্ষায় সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে। দেশের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত সেতুগুলোতে টোল দিয়ে পারাপার হতে হচ্ছে সাংবাদিকদের। ফলে সাংবাদিকরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি আরো বলেন, পদ্মা সেতু গোটা বাঙ্গালীর বিজয়; অন্যদিকে শেখ হাসিনার স্বপ্ন আর শক্তি জয়ের প্রমাণ।

এস.এম. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় ও অপূর্ব জয়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএমএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, কক্সবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর জেলা আহ্বায়ক গাউছ উর রহমান, ময়মনসিংহের মাইনুদ্দিন উজ্জ্বল।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবচর শাখার সহ-সভাপতি লিটন খান, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম খান, আনোয়ার হোসেন বিপ্লব, সাখাওয়াত হোসেন, সালোয়ার হোসেন পথিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দফতর সম্পাদক মো: রোমান জমাদ্দার, প্রচার ও প্রকাশক সম্পাদক মো: মিরাজ মোল্লা, সওকত হোসেন, বিএম আবু বকর সিদ্দিক, সুজন বেপারী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল