১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

কালিহাতীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ১৫

কালিহাতীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ১৫। - ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জহিরুল ইসলাম আকাশ (৩০)। তিনি পাইকড়া ইউনিয়নের শিহরাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গোপালপুর পাইলট বাজারে কম্পিউটারে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে শিহরাইলের আাজিজুলের সাথে গোপালপুর গ্রামের কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আজিজুলকে মারপিট করে। এর জের ধরে শুক্রবার দুপুরে শিহরাইল গ্রামের কয়েকজন গোপালপুর গ্রামে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ফরমানের ওপর হামলা করে। খবর পেয়ে ওই গ্রামের লোকজন পাল্টা আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আর আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে জহিরুল ইসলাম মারা যান। এছাড়া গুরুতর আহত শিহরাইল গ্রামের নুরু মিয়াকে ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসক। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তানভীর আহাম্মেদ বলেন, বাম পায়ে আঘাতের জায়গায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সম্ভবত জহিরুলের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের স্থায়ী জামিন হয়নি, বেড়েছে মেয়াদ শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রমিজ খানের ইন্তেকাল দরিদ্রতম দেশগুলোর উন্নয়ন ঐতিহাসিক মাত্রায় বিপরীতমুখী : বিশ্ব ব্যাংক ঢাকাসহ ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫ দেশকে অপশাসন মুক্ত করতে আলেমদের ভূমিকা রাখতে হবে : ড. রেজাউল করিম ইরানের হামলার জবাব দেয়া হবে : ইসরাইলের সেনা প্রধান সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চাইবেন ড. ইউনূস ইরান-ইসরাইলের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোড়, এখন যা হবে

সকল