২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গজারিয়ায় একসাথে ৩ কন্যাসন্তানের জন্ম, আজীবন ফ্রি চিকিৎসা

গজারিয়ায় একসাথে ৩ কন্যাসন্তানের জন্ম। - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তাদের জন্ম হয়। এখন মা-সহ তিন নবজাতকই সুস্থ আছে।

হাসপাতালটির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মা রাসিদা বেগমের পেট একটু বেশি স্ফিত দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করলে তিনটি বাচ্চা দেখতে পান। পরে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন। রাসিদা এতে সম্মতি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। অপারেশন টিমের দায়িত্বে ছিলেন ডা: ফৌজিয়া জামান ও ডা: সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডা: আনিসুর রহমান। তারা সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও শিশু কন্যারা সুস্থ আছে। এই কারণে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ খুশিতে মিষ্টি বিতরণ করেছেন।

এ প্রসঙ্গে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান এই রোগীর আজীবন বিনামূল্যে চিকিৎসা-সেবা প্রদানের ঘোষণা দেন।


আরো সংবাদ



premium cement